AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪৫ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

কারুর জেলার পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, ঘটনাস্থল থেকে বহু মানুষকে উদ্ধার করে চিকিৎসাধীন রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে ভিড় ছিল অস্বাভাবিক। বিজয় নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছালে দীর্ঘ অপেক্ষার পর উত্তেজনা ও ধাক্কাধাক্কির মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৩০ হাজার মানুষ সেখানে সমবেত হয়েছিলেন।

ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রাহ্মনিয়ান কারুরে যান। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড গরমে অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজয় তার বক্তৃতা সংক্ষিপ্ত করে শেষ করেন। পরে দলীয় কর্মীরা অসুস্থদের সহায়তায় ভিড়ের দিকে বোতলজাত পানি ছুঁড়ে দেন।

এদিকে চেন্নাইয়ের ক্ষমতাসীন দল ডিএমকে অভিযোগ করেছে, বিজয়ের দলের অব্যবস্থাপনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা থালাপতি বিজয়ের গ্রেপ্তার দাবি করেছে।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর টিভিকে সমর্থকদের জন্য নিরাপত্তা নির্দেশিকা জারি করেছিল। সেখানে শিশু, গর্ভবতী নারী ও প্রবীণদের জনসভায় না এসে অনলাইনে অনুষ্ঠান দেখার পরামর্শ দেওয়া হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!