আগামী নির্বাচনে অংশ নিতে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিকভাবে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) কমিশন সচিবালয় থেকে এ সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান নিয়ে দাবি বা আপত্তি থাকলে ২০ অক্টোবর ২০২৫-এর মধ্যে লিখিতভাবে সিনিয়র সচিব, ইসি সচিবালয়ের কাছে জানাতে হবে।
আপত্তি জানাতে হলে আবেদনকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর এবং সংশ্লিষ্ট প্রমাণাদিসহ ছয় সেট আপত্তি জমা দিতে হবে। পরবর্তীতে শুনানি শেষে সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে ইসি’র সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এর আগে গত ২৭ জুলাই নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী সংস্থাগুলোর আবেদন যাচাই-বাছাই করা হয়।
প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য পর্যবেক্ষক সংস্থার তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
একুশে সংবাদ/এ.জে