AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স লিগে আশা জিইয়ে রাখল রিয়াল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২১ এএম, ২৩ জানুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগে আশা জিইয়ে রাখল রিয়াল

লা-লিগায় নিজেদের অবস্থান শীর্ষে রাখতে পারলেও চলমান চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফর্ম খুঁজে পেতে বর্তমান চ্যাম্পিয়নদের কষ্ট হচ্ছিল।নতুন সংস্করণে মাঠে খেলতে নেমে রিয়াল মাদ্রিদ যেনো কিছুটা কোণঠাসা হয়ে পড়ে।

কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল আবার যেন নিজেদের জাত চেনালো।বুধবার (২২ জানুয়ারি) রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণভাবে নিজেদের শক্তি দেখিয়েছে  এম্বাপ্পে ও ভিনিসিয়ুসরা। সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।  

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলের পর বল লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রও। অর্থাৎ রিয়ালের ৫ গোলের চারটিই এসেছে দুই ব্রাজিলিয়ানের পা থেকে।   

শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ। বড় ব্যবধানের এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ওঠে এসেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল।

একই রাতের অন্য ম্যাচে অঘটনের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখ। ৩-০ গোলে জার্মান ক্লাবটি হেরে গেছে ফেইনুর্দের কাছে। তবে একই ব্যবধানে দিনামো জাগরেভকে ঠিকই হারিয়েছে আর্সেনাল। আর ১-০ গোলের জয় পেয়েছে দুই প্রতিবেশী ইন্টার মিলান ও এসি মিলান। ইন্টার স্পার্তা প্রাহাকে এবং মিলান হারিয়েছে জিরোনাকে।

 

একুশে সংবাদ/ এস কে

 

 


 

 

 

Shwapno
Link copied!