দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন ২ হাজার টাকা হিসেবে এ ভাতা দেওয়া হবে। আগামী ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমান বাজেট কাঠামো ও আর্থিক সীমাবদ্ধতা বিবেচনায় সরকার এই বাড়িভাতা অনুমোদন দিয়েছে।
এতে আরও বলা হয়, এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। যেমন—ভবিষ্যতের জাতীয় বেতন কাঠামোর সঙ্গে ভাতা সমন্বয় করতে হবে,‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে, কোনো অবস্থাতেই বকেয়া ভাতার দাবি তোলা যাবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ভাতা প্রদানের সময় সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে। যদি কোনো অনিয়ম ধরা পড়ে, তবে তার দায়ভার বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর বর্তাবে।
এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত সরকারি আদেশ (জি.ও.) জারি করে তার চারটি অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে।
এই প্রজ্ঞাপনের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে