ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৭টি দোকান। শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বাজারের বাচ্চু মোল্লার মার্কেটের একটি দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের মুদি, ওষুধ, জুতাসহ একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
একুশে সংবাদ/এ.জে