AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ বলে ছক্কা মেরে ঢাকার জয়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:৩৬ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৪

শেষ বলে ছক্কা মেরে ঢাকার জয়

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট। এদিন ৪১২ তুলেছে দুই দল। তবে শেষ বলের নাটকীয়তায় জয় পেয়েছে ঢাকা বিভাগ। বুধবার (১১ ডিসেম্বর) আগে ব্যাট করে ঢাকাকে ২০৬ রানের বড় লক্ষ্য দেয় সিলেট বিভাগ। জবাব দিতে নেমে ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে ঢাকা বিভাগ। এতে টুর্নামেন্টে শুভসূচনা করেছে তারা। 

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানের মাথায় অধিনায়ক সাইফ হাসানকে হারায় ঢাকা। ব্যক্তিগত ১৭ রানে ফিরেছেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলীও। এরপরই ঝড় তোলেন আরিফুল ইসলাম। ৪৬ বলে ২০৪.৩৫ স্ট্রাইক রেটে ৯৪ রান করে ফেরেন সাজঘরে। ইনিংসটিতে ৬টি চার ও ৮টি ছক্কার মার মেরেছেন।

শেষ বলে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৫ রান। তবে তুফায়েল আহমেদের করা শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকাকে জয় এনেদেন শুভাগত হোম চৌধুরী।

এর আগে ব্যাটিংয়ে নেমে টুর্নামেন্টর প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ জিসান আলম। জিসানের ১০০ রানের ইনিংস ছাড়া ১৭ বলে ৩০ রান করেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১৭ বলে ৩০ রান করেন তৌফিক খান তুষার। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বড় পুঁজি পায় সিলেট।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!