আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আাগমী ১৮-২৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত ইছা টাউন, বাহরাইনে ‘২০২৪ ডেভিস কাপ এশিয়া / ওশানিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশগ্রহণ উপলক্ষ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ দলের ক্যাপ্টেন জনাব খালেদ আহমেদ, নির্বাহী সদস্য জনাব আখতারুজ্জামান মুকুল ও জনাব শেখ মো: আসলাম এবং ফেডারেশনের কাউন্সিলর জনাব ত্রিনাথ দাস।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যে, প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তূর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন ডেভিস কাপ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত বাংলাদেশ দল গঠণ করা হয়েছে :
১। জারিফ আবরার - সেনানিবাস অফিসার্স ক্লাব, ঢাকা
২। মো: হানিফ মুন্না - জাতীয় টেনিস কমপ্লেক্স
৩। মোহাম্মদ রুস্তম আলী, আমেরিকান ক্লাব, ঢাকা
৪। মো: দ্বীন ইসলাম - ইন্টারন্যশনাল ক্লাব, ঢাকা
৫। মে: আলমগীর হোসেন - জাতীয় টেনিস কমপ্লেক্স
বাংলাদেশ দলের ক্যাপ্টেন : জনাব খালেদ আহমেদ, কোষাধ্যক্ষ, বাংলাদেশ টেনিস ফেডারেশন
বাংলাদেশ দল আগামী ১৮ নভেম্বর ২০২৪ বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ২৪ নভেম্বর ২০২৪ ঢাকার উদ্দেশ্যে বাহরাইন ত্যাগ করবে। ১৯ নভেম্বর ২০২৪ ক্যাপ্টেনস মিটিং অনুষ্ঠিত হবে, ক্যাপ্টেনস মিটিং এ অংশগ্রহণকারী দলসমূহকে ৪টি গ্রুপে বিভক্ত করে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে খেলার মাধ্যমে দুটি দলকে গ্রুপ-৪ এ উন্নীত করা হবে এবং দল দুটি ২০২৫ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া অঞ্চল গ্রুপ-৪ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

