AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৩৫ পিএম, ২৩ নভেম্বর, ২০২৫

ফাইনালে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় অনুষ্ঠিত এই শিরোপা লড়াইয়ে পাকিস্তান শাহিনসকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে অধিনায়ক আকবর আলীর দল।

ছয় বছর আগের সেই বেদনার স্মৃতি এখনো টাটকা—২০১৯ সালে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ৭৭ রানে হেরে হাতছাড়া হয়েছিল শিরোপা। সেই অপূর্ণতার গল্প নতুন নামে, নতুন মঞ্চে আবার ফিরে এসেছে বাংলাদেশের সামনে।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মূল ভরসা অধিনায়ক মাজ সাদাকাত পুরো টুর্নামেন্টজুড়ে ছিলেন অসাধারণ। চার ইনিংসে করেছেন ২৩৫ রান, গড় ২৩৫—এতে তাকে থামানোই এখন বড় চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আজ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে তার প্রয়োজন মাত্র ৫ রান।

বাংলাদেশের শক্তি রিপন মণ্ডল। সেমিফাইনালে ভারতের বিপক্ষে সুপার ওভারে দুই ব্যাটারকে ফেরানো এবং কোনো রান না দেওয়ার নৈপুণ্যে সাড়া ফেলেছেন তিনি। এখন পর্যন্ত ৮ উইকেট নিয়ে তিনি আছেন টুর্নামেন্টের শীর্ষ উইকেটশিকারি। ফাইনালেও তার ওপরই সবচেয়ে বেশি আস্থা দলের।

ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন হাবিবুর রহমান সোহান। হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি এবং ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৬৫ রানের ইনিংস খেলে ইতোমধ্যে ২০২ রান করেছেন তিনি—রানের তালিকায় অবস্থান তার তৃতীয়।

বাংলাদেশের সামনে আজ শুধু আরেকটি ফাইনাল নয়, বরং একটি অধ্যায়ের সমাপ্তি ও নতুন ইতিহাস রচনার সুযোগ। দোহায় শুরু হয়েছে অতীতের ক্ষত মুছে ভবিষ্যতের স্বপ্ন লেখার লড়াই।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!