আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার টি–টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ। আসন্ন তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য আজ (রোববার) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে দুটি পরিবর্তন এনেছে নির্বাচকরা। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও ব্যাটিং অলরাউন্ডার শামিম হোসেন।
তাদের বদলে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং প্রথমবারের মতো টি–টোয়েন্টি দলে নাম লেখানো উইকেটকিপার–ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২ ডিসেম্বর। তিনটি ম্যাচই চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

