AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোয়াইটওয়াশের সুবাস নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৮ পিএম, ২২ নভেম্বর, ২০২৫

হোয়াইটওয়াশের সুবাস নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন মাত্র ৪ উইকেট, আর আয়ারল্যান্ডের সামনে বাকি ৩৩৩ রানের অসম্ভব সমীকরণ।

৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে টানা দুই ওভারে ফিরে যান ওপেনার অ্যান্ডি বালবির্নি এবং পল স্টার্লিং।

২৬ রানে দুই ওপেনারের পতনের পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর ৫১ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে কারমাইকেলকে (১৯) থামান হাসান মুরাদ।

৮৮ রানে তিন উইকেট হারিয়ে চা বিরতিতে যাওয়া আয়ারল্যান্ড বিরতি থেকে ফিরে আরও চাপে পড়ে। হাফসেঞ্চুরির পরপরই টেক্টর আউট হলে ভেঙে যায় ৪১ রানের জুটি। এরপরও কুর্টিস ক্যাম্ফার কিছুটা লড়াই করে গেলেও একে একে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

স্টিফেন ডোহেনি (১৫) সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি। আগের ইনিংসে ৭৫ রান করা লরকান টাকার এবার (৭) ব্যর্থ।

দিন শেষে ক্রিজে আছেন ক্যাম্ফার (৩৪*) ও অ্যান্ডি ম্যাকব্রাইন (১১*)। ৬ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭৬।

এদিন তিন উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট বোলার হিসেবে সাকিব আল হাসানকে টপকে গেছেন তাইজুল ইসলাম। মুরাদ নিয়েছেন দুটি উইকেট।

দিনের শুরুতে ১ উইকেটে ১৫৬ রানে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্রুত দুই উইকেট হারালেও মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ১২৩ রানের জুটিতে বড় সংগ্রহ পায়।

সেঞ্চুরি মিসের আক্ষেপে ৮৭ রানে আউট হন মুমিনুল। মুশফিক অপরাজিত থাকেন ৫৩ রানে। এরপর ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ক্রিকেট ইতিহাসে ৫০৯ রান তাড়া করে জয়ের নজির নেই। তাই পঞ্চম দিনের শুরুতেই বাংলাদেশের জয় নিশ্চিত হওয়া সময়ের অপেক্ষা মাত্র।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!