বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বলবার্নিকে আউট করে দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে গেছেন তিনি। টেস্ট শুরুর সময় তাঁর উইকেট ছিল ২৪২টি। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট তুলে নিয়ে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৪৯।
তাইজুলের এই অর্জনে সতীর্থদের মধ্যে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। সবচেয়ে বেশি আলোচিত বার্তাটি এসেছে সাবেক শীর্ষ উইকেটশিকারি সাকিব আল হাসানের কাছ থেকে। তিনি অভিনন্দন জানিয়ে লিখেছেন—‘অভিনন্দন তাইজুল। আমার বিশ্বাস, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখা যাবে। শুভকামনা।’
২০১৩ সালে মোহাম্মদ রফিককে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সাকিব। দীর্ঘ এক যুগ সেই রেকর্ড ধরে রাখার পর এবার সেটি যাচ্ছে তাইজুলের হাতে। বর্তমান স্কোয়াডে দুই শ উইকেটের ঘরে কেউ না থাকায় এ রেকর্ড দীর্ঘদিন তাঁর দখলে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
শততম টেস্ট খেলা মুশফিকুর রহিমও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন— ‘টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট… অভিনন্দন তাইজুল। আরও আসবে, ইনশা আল্লাহ।’
এ ছাড়া টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও শুভেচ্ছা জানিয়েছেন। শান্ত লিখেছেন—‘বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য অভিনন্দন তাইজুল ভাই। অসাধারণ এক অর্জন। দলের জন্য আপনার নীরব, সৎ ও নিবেদিত পরিশ্রম সবসময়ই অনুপ্রেরণাদায়ক। আমরা আপনার জন্য গর্বিত।’
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

