আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও ঘরোয়া লিগে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সম্প্রতি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। এবার অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টির দুই ম্যাচ খেলার পর মাহমুদউল্লাহ ইনজুরিতে পড়েছিলেন, যার কারণে আরও কোনো ম্যাচ খেলতে পারেননি। চোট সারিয়ে ফেরার পথে তিনি নিয়মিত ফিজিওথেরাপি এবং রিহ্যাব সেশন করছিলেন। এ সময় জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডারের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে।
বিসিবির মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, গত চার দিন ধরে মাহমুদউল্লাহ অসুস্থ ছিলেন। শুরুতে জ্বরের উপসর্গ দেখা দেয়। পরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে হাসপাতালে থাকা মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যে তিনি বাড়িতে ফিরে যেতে পারবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

