AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যালারিতেই অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৯ পিএম, ৭ নভেম্বর, ২০২৪
গ্যালারিতেই অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু

বেনফিকার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলের জয় পায় বায়ার্ন মিউনিখ। টানা দুই ম্যাচ হারের পর গুরুত্বপূর্ণ জয়ের পরও উদযাপন ও উল্লাসের আবহ দীর্ঘ হয়নি। গ্যালারিতে অসুস্থ হয়ে পড়া সমর্থকের মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া।

আলিয়াঞ্জ অ্যারেনা গত বুধবার ম্যাচের শুরুর দিকে এক সমর্থকের অসুস্থ হয়ে পড়েন। খবর ছড়িয়ে পরার পর ম্যাচে উল্লাসে লাগাম বায়ার্নের সমর্থকেরা। তার মৃত্যু সংবাদ জানার পর সবাই গান গাওয়া বা কোনো ধরনের জয়োধ্বনি থেকে বিরত থাকেন। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল নীরবতা।

খেলার শুরুর পর এক সমর্থক অসুস্থ হয়ে পড়লে তার সাহায্যে জরুরি মেডিকেল সেবার কর্মকর্তা ও পুলিশ অফিসাররা প্রবেশ করেন।  দ্রুত তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হলেও পথিমধ্যে তিনি মারা যান।

বায়ার্ন মিউনি সমর্থকদের সংগঠন ক্লাব এআর ১২ বলেছে, ‘জরুরি চিকিৎসার কারণে আজকে যথারীতি সমর্থন (গান বা জয়োধ্বনি) করা হচ্ছে না। খেলার চেয়ে জীবন বেশি গুরুত্বপূর্ণ। আমরা তার পরিবার এবং বন্ধুদের ধৈর্য ধরার সামর্থ্য বৃদ্ধি কামনা করি।’

বায়ার্ন মিউনিখ পরে বিবৃতিতে জানায়, ‘আলিয়াঞ্জ অ্যারেনার স্ট্যান্ডে একটি মেডিকেল জরুরি অবস্থা শুরু থেকেই খেলার উপর ছায়া ফেলেছিল। সমর্থকরা স্বাভাবিক সোচ্চার সমর্থন থেকে বিরত ছিল। ক্লাবটি ম্যাচের কভারেজও কমিয়ে দিয়েছে। শেষ বাঁশি বাজানোর প্রায় এক ঘণ্টা পর জার্মান রেকর্ড চ্যাম্পিয়নরা দুঃখজনক সংবাদ পেল যে ভক্ত হাসপাতালে যাওয়ার পথে মারা গেছে। এফসি বায়ার্ন ভক্তের আত্মীয়দের সঙ্গে শোক ভাগাভাগি করছে।’

ম্যাচের ৬৭ মিনিটে জামাল মুসিয়ালার হেডে ম্যাচের একমাত্র গোলটি হয়। জার্মান মিডফিল্ডারকে অ্যাসিস্ট করেন হ্যারি কেন। তখন উদাযাপন হলেও বাকি সময়টায় ছিল শোকের পরিবেশ।


একুশে সংবাদ/ এস কে

Link copied!