AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন তাবিথ আউয়াল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৩৮ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন তাবিথ আউয়াল

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে সরগরম দেশের ফুটবল পাড়া। এরই মধ্যে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়স্ত্রক সংস্থার সভাপতি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাবিথ আউয়াল। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ঘোষণা দেন তাবিথ। নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এতোদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব।’

বর্তমান বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন পরের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আগেই।  এরপরই নির্বাচনের ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। এবার ঘোষণা দিলেন তাবিথ আউয়াল।

সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন। ২০২০ সালেও সহ-সভাপতি নির্বাচনে লড়েছিলেন তিনি। তবে মহিউদ্দিন আহমেদ মহীর সঙ্গে সমান ভোট পাওয়ার পর পুনঃ নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন এ সংগঠক।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

Link copied!