বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দি ও অসহায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট ) এই কার্যক্রম পরিচালনা করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক, ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো. রায়হান উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী মো. ঈসমাইল হোসেন, কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মাসুদ রানা বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত। আমরা দল-মত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। নিরাপত্তা বিধানের পাশাপাশি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণেও আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"
এ সময় স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে