নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি ফয়সাল আহমেদকে (৩২) বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফয়সাল আহমেদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার মো. মাইনুদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতিউর রহমান জানান, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলার তদন্ত শেষে বুধবার রাতে ফয়সাল আহমেদের অবস্থান শনাক্ত করে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, ফয়সালের বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ আরও দুটি মামলা রয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে