কুমিল্লার তিতাস উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় বাতাকান্দি বাজার সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী পরিষদ সদস্য মাজহারুল ইসলাম। প্রধান বক্তার ভূমিকায় ছিলেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান বাহলুল।
তিতাস উপজেলা ছাত্র শিবির সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, কুমিল্লা জেলা ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি মো. শাকিল আহমেদ, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোশাররফ হোসেন মুন্সি।
বক্তারা বলেন, মেধাবী ছাত্র-ছাত্রীরা জাতির ভবিষ্যৎ। তাদের শুধু শিক্ষাগত সাফল্য নয়, নৈতিকতা ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে