AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১৮ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৪
মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কোপা আমেরিকার ফাইনালিস্ট কলম্বিয়া। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটায় শুরু হবে ম্যাচ। এছাড়া আগামীকাল ভোর সাড়ে ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। 

কোপা আমেরিকা ফাইনালের দুই মাসও হয়নি। এরই মাঝে আবারও মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া। অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতিটা বুয়েন্স আয়ার্সে সেরেছে আলবিসেলেস্তেরা। শুরুর একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত।

চিলি ম্যাচের স্কোরার ম্যাক অ্যালিস্টারকে নিয়ে দুশ্চিন্তা আছে। সেই ম্যাচে চোট পেয়েছিলেন, অনুশীলন করলেও খেলা অনিশ্চিত। ইনজুরিতে আছেন নিকোলাস গঞ্জালেসও। শেষ পর্যন্ত তারা না খেললে সুযোগ পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস ও জিওভান্নি লো সেলসো।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে জয় পেলেও স্বস্তিতে নেই ব্রাজিল। মাঠে নেই সাম্বার ছন্দ, গোল করার সামর্থ্যে ভাটা পড়েছে। ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল জার্সিতে যতটা উজ্জ্বল, দেশের জার্সিতে অনেকটাই বিবর্ণ।

এতদিন কেউ সমস্যা স্বীকার না করলেও অবশেষে মুখ খুলেছেন দানিলো। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা দল হিসেবে দাঁড় করাতে দিচ্ছে না বলে জানিয়েছেন সেলেসাও অধিনায়ক।

ব্রাজিল অধিনায়ক বলেন, আমাদের বেশিরভাগ ফুটবলার ইউরোপে খেলছে। কাগজে-কলমে বিশ্বের সেরা দলটির একটি। তবে মাাঠের খেলায় নয়। আমরা সুসংগঠিত হতে পারছি না, পরিকল্পনাতেও সমস্যা দেখছি।

দানিলো আরো বলেন, আমরা এক ধাপ পেছনে আছি। আসলে বারবার স্কোয়াড পরিবর্তন, কোচের ভিন্ন ভিন্ন কৌশল সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে একটু সময় দরকার।

প্যারাগুয়ের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড অবশ্য ব্রাজিলের পক্ষে। শেষ ৫ দেখায় একটিতেও হারেনি সেলেসাওরা। জিতেছে চার ম্যাচে।


একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!