দিন কয়েক আগেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে পাকিস্তানকে তাদেরই মাঠে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে হোয়াইটওয়াশ করার সুযোগ।
ইতিহাস অর্জনের জন্য বাংলাদেশকে করতে হবে ১৮৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে এখন পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৭১ রান করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৬২ রান করেছে টাইগাররা। পাকিস্তানের সংগ্রহ যথাক্রমে ২৭৪ ও ১৭২ রান।
বিনা উইকেটে ৪২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগেরদিন আক্রমণাত্মক খেললেও এদিন দেখে শুনে খেলছিলেন জাকির হাসান। তাকে বোল্ড করে পাকিস্তানকে দিনের প্রথম সাফল্য এনে দেন আমির হামজা। জাকির ৪০ রানে ফিরেছেন।এরপর সাদমান ২৪ রানে সাজঘরে ফিরেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :