মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্য এবং মোড়কবিহীন পণ্য বিক্রির অপরাধে শহরের সোনার বাংলা রোডের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।
এ সময় ‘মুছা স্টোর’ নামের দোকানে পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্য রাখার অপরাধে ২০ হাজার টাকা এবং ‘বৃষ্টি বাদল এন্টারপ্রাইজ’-এ মোড়কবিহীন পণ্য বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে