সবশেষ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর কিছুদিনের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন বাটলার। পরে ‘দা হান্ড্রেড’ শুরুর আগে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলার প্রস্তুতি নিতে থাকেন তিনি।
তখন অনুশীলনে পাওয়া চোটে অন্তত প্রথম ৩ ম্যাচের জন্য ছিটকে যান এই উইকেটরক্ষক-ব্যাটার। স্ক্যান করা হলেও চোটের ধরন সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি তখন। তবে শনিবার, পুরো টুর্নামেন্ট থেকেই তার ছিটকে যাওয়ার কথা জানানো হয়।
তিনি জানান, ‘এই বছরের দা হান্ড্রেড খেলতে না পারায় হতাশ। টুর্নামেন্টের বাকি অংশের জন্য ম্যানচেস্টার অরিজিনালসকে শুভকামনা। যত দ্রুত সম্ভব শতভাগ সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি।’
কত দিন বাটলারকে মাঠের বাইরে থাকতে হবে, সেটি জানা যায়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :