AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন হলে যত টাকা পাবে আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৭ এএম, ১৪ জুলাই, ২০২৪
চ্যাম্পিয়ন হলে যত টাকা পাবে আর্জেন্টিনা

কোপা আমেরিকার ৪৮তম ফাইনালে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় দুই দলের লড়াই শুরু হবে।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছে স্কালোনির দল। অন্যদিকে উরুগুয়ে ও ব্রাজিলের মত দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে  নিয়েছে কলম্বিয়া। চ্যাম্পিয়ন হলে দলগুলো কত টাকা পাবে, সেটা নিয়ে সমর্থকদের মধ্যে রয়েছে একটা কৌতূহল।

পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ৭২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৪৪ কোটি টাকা। টুর্নামেন্টে অংশ নিলেই দলগুলো পাচ্ছে ২ মিলিয়ন ডলার (প্রায় ২৪ কোটি টাকা)।

কমপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলে কোনো দল বিদায় নিলে তারা সবমিলিয়ে পাবে ৪ মিলিয়ন ডলার (প্রায় ৪৭ কোটি টাকা)। অর্থাৎ ব্রাজিল পাচ্ছে এই পরিমাণ টাকা।

যারা চতুর্থ হবে, তারা পাবে ৬ মিলিয়ন ডলার (প্রায় ৭০ কোটি) এবং তৃতীয় হওয়া দল পাবে ৭ মিলিয়ন ডলার (প্রায় ৮২ কোটি)। ফাইনালে হেরে যাওয়া দলটি পাবে ৯ মিলিয়ন ডলার (প্রায় ১০৫ কোটি) এবং চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার (প্রায় ১৮৭ কোটি টাকা)।

২০২১ সালের কোপার রানার্সআপ ব্রাজিল পেয়েছিল ৮ মিলিয়ন ডলার (প্রায় ৯৪ কোটি) এবং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ১০ মিলিয়ন ডলার (প্রায় ১১৭ কোটি টাকা)। এবারই প্রাইজমানি বেড়েছে।

অন্যদিকে ২০২২ সালের বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার (প্রায় ৪৯২ কোটি টাকা) এবং কনমেবলকে ১০ মিলিয়ন ডলার (প্রায় ১১৭ কোটি) উপহার দিয়েছিল ফিফা।

যদি আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকাও জয়লাভ করে, তাহলে গত তিন বছরে তাদের আয়ের পরিমাণ দাঁড়াবে ৮৮ মিলিয়ন ডলারে (১০৩১ কোটি টাকা)।


একুশে সংবাদ/ এস কে

Link copied!