AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় বছরের পর বছর অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন সিএইচসিপির !


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৭:০০ পিএম, ২০ অক্টোবর, ২০২৫

ভালুকায় বছরের পর বছর অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন সিএইচসিপির !

ময়মনসিংহের ভালুকায় বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শামীম আল মামুনের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা গেছে, সাধারণ মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকে গেলেও ক্লিনিকটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে। এতে স্থানীয় হতদরিদ্র জনগণ চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহমেদ ধনু তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামুনকে কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে নিয়োগ দেন। ২০১৮ সালে কাজিম উদ্দিন ধনু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও নিয়মনীতি উপেক্ষা করে মামুন প্রায় কখনোই কর্মস্থলে উপস্থিত হননি। তবে চাচার ক্ষমতার অপব্যবহার করে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসছেন।

আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর মামুনের নামে মামলা হয়েছে এবং তিনি পলাতক রয়েছেন। তবুও তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত বেতন প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, তার অনুপস্থিতির সময় তার বোন মৌসুমি আক্তার বাড়িতে বসেই মাঝে মাঝে কিছু ঔষধ প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, “সিএইচসিপি আমাদের আন্ডারে নেই। এগুলো কমিউনিটি ট্রাস্টের আওতায় আসে, তাই হস্তক্ষেপ করার অধিকার আমাদের নেই।”

স্থানীয়রা আহবান জানিয়েছেন, অভিযুক্তকে দ্রুত চাকুরি থেকে অব্যাহতি দিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়া হোক, যাতে জনগণ সঠিক স্বাস্থ্য সেবা পেতে পারে এবং সরকারের বিপুল পরিমাণ টাকা নষ্ট না হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!