উইম্বলডনের ফাইনালে পৌঁছেছেন নোভাক জকোভিচ। শুক্রবার লরেঞ্জো মুসেত্তিকে ৬-৪, ৭-৬ (৭/২), ৬-৪ গেমে হারিয়েছেন জকোভিচ। এই জয়ে ক্যারিয়ারে দশমবার শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রেখেছেন এ সার্বিয়ান টেনিস তারকা।
অন্যদিকে টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ। তিনি গত আসরের চ্যাম্পিয়ন। গত বছর জকোভিচকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লোস।
এ নিয়ে ২০১৪ ও ২০১৫ সালের পর প্রথমবার টানা দ্বিতীয় উইম্বলডন ফাইনালে মুখোমুখি একই জুটি।
৩৭ বছর বয়সী জকোভিচ আরেকটি ম্যাচ জিতলেই সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন হবেন। সার্বিয়ান জকোভিচ ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেন কি না, তাই দেখার অপেক্ষায় ভক্তরা।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

