AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল,মুসলিমদের ওপর কারফিউ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৭ এএম, ১৬ নভেম্বর, ২০২৫

পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল,মুসলিমদের ওপর কারফিউ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের ঐতিহাসিক ইবরাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে পুরো শহরজুড়ে ফিলিস্তিনিদের ওপর কারফিউ আরোপ করা হয়েছে। অবৈধ ইসরায়েলি বসতকারীদের একটি ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের সুবিধা দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

হেবরন ডিফেন্স কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আরেফ জাবের জানান, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সেনাবাহিনী কারফিউ জারি করে। পাশাপাশি পুরোনো শহরে ঢোকা ও বের হওয়ার সব চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়, যাতে ফিলিস্তিনিরা চলাচল করতে না পারেন।

এর ফলে অনেক বাসিন্দা নিজ ঘরে ফিরতে না পেরে শহরের অন্য এলাকায় রাত কাটাতে বাধ্য হন।

জাবের আরও জানান, শুক্রবার রাত থেকে রবিবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত শত শত অবৈধ বসতকারী সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী নিয়ে পুরোনো শহরে ঢোকে এবং রাস্তায় ‘উসকানিমূলক’ মিছিল করে।

তার অভিযোগ, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে ইবরাহিমি মসজিদকে ইহুদি উপাসনালয়ে (সিনাগগে) রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!