AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাপুটে জয় দিয়ে কোপায় উরুগুয়ের শুভসূচনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪১ পিএম, ২৪ জুন, ২০২৪

দাপুটে জয় দিয়ে কোপায় উরুগুয়ের শুভসূচনা

শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসর। যেখানে ফেবারিট হিসেবেই অংশ নিয়েছে উরুগুয়ে। যার প্রমাণও মাঠে দিয়েছে তারা। আসরে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে উরুগুয়েনরা।  মার্সেলো বিয়েলসার অধীনে অসাধারণ পারফরম্যান্স করার কারণেই মূলত উরুগুয়ের প্রতি এবার আলাদা নজর রাখছে দলগুলো। বেশ দাপটের সঙ্গেই পানামার সঙ্গে খেলে তিন গোল আদায় করে নেয় তারা। 

Uruguay Starts Copa America Campaign with 3-1 Win Over Panama

ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাতিয়াস ভিনার পাস থেকে ম্যাক্সিমিলিয়ানোর ড বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের শট খুঁজে পায় গোলের নিশানা। ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।১৯তম মিনিটে আরাসকায়েতার হেড দারুণভাবে সেভ করেন পানামার গোলরক্ষক। ৩০তম মিনিটে ডারউইন নুনেজের ভলি শটও তালুবন্দি করেন এই গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে হোসে ফাহার্দোর বাইসাইকেল কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পানামা।

Copa America: Uruguay top Panama with second-half fireworks to begin Copa  America run | Marca

বিরতির পর ৫৬তম মিনিটে পানামার মিলারের গেড সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৮৬তম মিনিটেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ডারউইন নুনেজ। তার ভলি শট খুঁজে পায় গোলের ঠিকানা। ম্যাচের অতিরিক্ত সময়য়ের দ্বিতীয় মিনিটে ভিনা গোল করে দলের ব্যবধান বাড়ান তিন গোলে। তবে ৯৫তম মিনিটে পানামার হয়ে এক গোল শোধ করেন মিখাইল মুরিলো। ৩-১ ব্যবধানের জয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করল উরুগুয়ে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!