AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ণবাদী আচরণের দায়ে আদালতের শাস্তিকে স্বাগত জানিয়েছেন ভিনিসিয়াস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৪ পিএম, ১১ জুন, ২০২৪
বর্ণবাদী আচরণের দায়ে আদালতের শাস্তিকে স্বাগত জানিয়েছেন ভিনিসিয়াস

ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে বর্ণবাদী আচরণের জন্য স্প্যানিশ আদালত আট মাসের কারাদন্ড ও দুই বছর কোন স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। গত বছর লা লিগার ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে তারা এই ধরনের বর্ণবাচী আচরণ করেছিল। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন।

এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভিনি লিখেছেন, ‘স্প্যানিশ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মত এই ধরনের আচরণের দায়ে শাস্তি শুধুমাত্র আমার জন্য নয়, এটা সব কৃষ্ণাঙ্গ মানুষের জন্যই। কিন্তু আমি সবসময়ই বলে এসেছি আমি বর্ণবাদের শিকার নই, আমি বর্ণবাদীদের ধ্বংসকারী। অন্য সব বর্ণবাদীরা এতে ভয় পাবে, লজ্জা পাবে ও অন্ধকারে লুকিয়ে থাকবে। অন্যথায় এর দায় নিতে আমি এখানে থাকবো। ঐতিহাসিক এই রায় বের করতে সহযোগিতা করার জন্য লা লিগা ও রিয়াল মাদ্রিদকে অসংখ্য ধন্যবাদ।’

স্প্যানিশ কোন ফুটবল স্টেডিয়ামে এই ধরনের বর্ণবাদী অপমানের ঘটনা আগে কখনো ঘটেনি। যে কারনে স্প্যানিশ লা লিগা বিষয়টি বেশ গুরুত্বের সাথে বিবেচান করেছে। আদালতও একটি দৃষ্টান্তমূলক শাস্তিরই ইঙ্গিত দিয়েছিল যাতে করে ভবিষ্যতে স্পেনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।

লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস বলেছেন, ‘স্পেনে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই ধরনের সাজা খুবই ভাল একটি সংবাদ। ফুটবল স্টেডিয়ামে যারাই প্রবেশ করবে তাদের জন্য এটি একটি সুস্পষ্ট বার্তা। এই ধরনের অন্যায়ের কোন ছাড় নেই।’

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো ইনস্টাগ্রামে লিখেছেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এটা বিশে^র প্রতিটি জায়গার মানুষের জন্য একটি বার্তা। যারাই এই ধরনের আচরনের সাথে যুক্ত থাকবে তাদেরকে আমরা কোথাও চাইনা।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রড্রিগুয়েজ এই ধরনের আচরণের কঠিন শাস্তির প্রত্যাশা করেছিলেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘এটা সবেমাত্র শুরু, একটি সঠিক পদক্ষেপ। পুরো সমাজের বর্ণবাদীদের জন্য একটি সতর্ক বার্তা।’

২০২৩ সালের ২১ মে ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়ামে ভিনিসিয়াসকে ঘিড়ে স্বাগতিক সমর্থকরা একের পর এক বর্ণবাদী আচরণ করে। একসময় ভিনি গ্যালারির দিকে ঐসব সমর্থকদের চিহ্নিত করলে ম্যাচ কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়। ম্যাচ অফিসিয়ালদের কাছে ভিনিসিয়াস তাদের বিরুদ্ধে অভিযোগ জানায়। পওে স্টেডিয়ামের নিরাপত্তার কাজে ব্যবহৃত ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দায়ীদের সনাক্ত করা হয়।

 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!