মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার অর্থায়নে আন্তর্জাতিক মানের প্লেয়ারদের জন্য রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কুল মাঠে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং প্রকল্পের ঠিকাদারসহ অন্যান্য অতিথিরা।
পৌরসভা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার নিজস্ব অর্থায়নে এই নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে আন্তর্জাতিক মানের প্লেয়ারদের জন্য রেস্টরুম ও ওয়াশরুম ছাড়াও খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
একুশে সংবাদ/এ.জে