পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে নিখোঁজ হওয়া নাহিদ মৃধা (৭) নামের এক শিশুর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাহিদ মৃধা উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে এবং উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। নাহিদের বাবা ও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। রবিবার স্থানীয়রা ডোবায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি বলেন, "মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
একুশে সংবাদ/এ.জে