AB Bank
ঢাকা রবিবার, ১৬ জুন, ২০২৪, ১ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলো ইংল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:০০ পিএম, ২২ মে, ২০২৪
৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলো ইংল্যান্ড

আগামী মাসের মাঝামাঝিতে শুরু হবে ইউরো টুর্নামেন্ট। এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত স্কোয়াডে তরুণদের ভিড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড ও চেলসি উইঙ্গার রহিম স্টার্লিংয়ের জায়গা হয়নি। এছাড়া সুযোগ পাননি আয়াক্সে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। 

মঙ্গলবার (২১ মে) বড় চমক রেখে দল ঘোষণা করেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। এই তালিকা থেকে ৭ জনকে বাদ দিয়ে ইউরোর জন্য ২৬ সদস্যের দল চূড়ান্ত করবেন ইংলিশ কোচ। চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ৭ জুন।

ইউরোর মূলপর্বে মাঠে নামার আগে আগামী ৩ জুন ও ৭ জুন দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা ও আইসল্যান্ড। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও দলে জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। সুযোগ মিলেছে হ্যারি ম্যাগুয়েরেরও।

এছাড়া প্রত্যাশিতভাবেই দলে আছেন জুড বেলিংহ্যাম, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। ইউরোর মূলপর্বে তাদের জায়গা নিশ্চিত হলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে লড়তে হবে ইভান টনি ও ওলি ওয়াটকিন্সকে।

ইংল্যান্ডের প্রাথমিক ইউরো স্কোয়াড

গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন রামসডেল (আর্সেনাল), জেমস ট্রাফোর্ড (বার্নলি)।

ডিফেন্ডার: জার্ড ব্রানথওয়েট (এভারটন), লুইস ডানক (ব্রাইটন), জো গোমেজ (লিভারপুল), মার্ক গুয়েহি (ক্রিস্টাল প্যালেস), এজরি কোনসা (অ্যাস্টন ভিলা), হ্যারি ম্যাগুয়ের (ম্যানচেস্টার ইউনাইটেড), জারেল কানশা (লিভারপুল), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কিয়েরন ট্রিপিয়ার (নিউক্যাসল ইউনাইটেড), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড (লিভারপুল), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), কনর গ্যালাঘার (চেলসি), কার্টিস জোনস (লিভারপুল), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেকলান রাইস (আর্সেনাল), অ্যাডাম ওয়ারটন (ক্রিস্টাল প্যালেস)।

ফরোয়ার্ড: জেরড বোয়েন (ওয়েস্ট হাম), এবেরেসি এজি (ক্রিস্টাল প্যালেস), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), জেমস ম্যাডিসন (টটেনহাম), কোল পালমার (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল), ইভান টনি (ব্রেন্টফোর্ড), ওলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা)।


একুশে সংবাদ/এস কে 

Link copied!