লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে এ্যাস্টন ভিলার হয়ে খেলতে গিয়ে পায়ের হাড়ে চিড় ধরায় আসন্ন ইউরো চ্যাম্পিয়নশীপে খেলতে পারছেন না ইতালিয়ান ফরোয়ার্ড নিকোলো জানিয়োলো। নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামে এ সম্পর্কে জানিয়েলো লিখেছেন, ‘দূর্ভাগ্যবশত: বড় আসরে আরো একবার দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন ভেঙ্গে গেল।’
চার বছর আগে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে হাঁটুর গুরুতর ইনজুরির কারনে খেলা হয়নি জানিয়োলোর।সোমবার প্রিমিয়ার লিগে ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের ম্যাচটিতে তিনি ইনজুরি পড়েন। এই ড্রয়ের কারনে কার্যত ভিলার চ্যাম্পিয়ন্স লিগে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল।
২৪ বছর বয়সী জানিয়োলো ইতালির হয়ে ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আজ্জুরি কোচ লুসিয়ানো স্পালেত্তি গত বছর আগস্টে রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হবার পর ইতালির শেষ আট ম্যাচে ছয়টিতেই জানিয়োলোকে খেলিয়েছেন।
আগামী সপ্তাহে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের জন্য চূড়ান্ত দল ঘোষনা করবেন স্পালেত্তি। গ্রুপ পর্বে স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :