নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে ২ নং রেলগেইট এলাকার রেলওয়ে সুপার মার্কেটের পূর্ব পাশে, উকিলপাড়া জামে মসজিদের পেছনে রেললাইনের পাশের হাঁটার রাস্তা থেকে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন:সদর থানার দক্ষিণ রেলী বাগান এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২৯), মফিজ উদ্দিনের ছেলে মো. সুমন (২৯), নতুন জিমখানা এলাকার গরিব হোসেনের ছেলে মো. শামীম ওরফে ক্যাইলা (২৮), বাবুরাইল বটতলা হাজী বাড়ির ভাড়াটিয়া মৃত হাচানের স্ত্রী পাখি বেগম (৪৪) ।
অভিযানে তাদের হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার (১৯ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে