AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থাইল্যান্ডে ফিদে মাস্টার নীড় শীর্ষে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪০ এএম, ১৫ এপ্রিল, ২০২৪
থাইল্যান্ডে ফিদে মাস্টার নীড় শীর্ষে

থাইল্যান্ডের হুয়া হিন শহরে অনুষ্ঠানরত ২১তম ব্যাংক চেস ক্লাব প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় ২ খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অন্য ৩৯ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

দুই খেলায় বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হক দেড় পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান এক পয়েন্ট করে অর্জন করেছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান কোনো পয়েন্ট পাননি।

দ্বিতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় ফিলিপাইনের মহিলা আন্তর্জাতিক মাস্টার সান দিয়াগো ম্যারি এন্টোয়িনিটিকে ও ফিদে মাস্টার নাইম হক শ্রীকার্তিকা ভেলমুরুগানকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চিনের ডং হংফুর কাছে ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের গ্র্যান্ড মাস্টার সায়ন্তন ঘোষের কাছে ও তাশরিক সায়হান শান ভারতের অত্রিনজয় সাহার কাছে হেরে যান।

থাইল্যান্ডের এই টুর্নামেন্টে ১১ জন গ্র্যান্ডমাস্টার ও অনেক উঁচু রেটিংয়ের দাবাড়ুরা অংশ নিয়েছেন।

অন্যদিকে ঢাকায় ঢাকা চেস একাডেমি র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় রানে রাসিখ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। রানে রাসিক ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। পাঁচ পয়েন্ট পেয়ে আরহাম ওমর রানার-আপ হয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে অভ্যজিৎ সাহা অতুল তৃতীয়, এস এম জাহিন আল-আজিজ চতুর্থ, মোহাম্মদ মাহিন রহমান পঞ্চম ও রিসাদ আমিন ষষ্ঠ স্থান লাভ করেন।

রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪৫ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ৬ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একুশে সংবাদ/এস কে

Link copied!