লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার একটি গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মো. রহিম (৪৪) দীর্ঘদিন পলাতক থাকার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ অভিযানে নোয়াখালীর থেকে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন আন্ডারচর ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত রহিম আন্ডারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আব্দুল গনির ছেলে।
র্যাব-১১ জানায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর কমলনগর থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলায় (মামলা নং-১১, জিআর-১৫৮/২০১৪, নারী ও শিশু মামলা নং-১৩৩/২০১৫) আদালতে বিচারকার্য শেষে ২০২২ সালের ১১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, লক্ষ্মীপুর রহিমকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকে আসামী রহিম গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম তার পরিচয় ও মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ার জন্য নোয়াখালী জেলার সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে