AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনার ছাড়পত্র পেয়ে জামাল এখন আবাহনীর


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:১০ পিএম, ১৫ মার্চ, ২০২৪
আর্জেন্টিনার ছাড়পত্র পেয়ে জামাল এখন আবাহনীর

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োর ছাড়পত্র পেয়েছেন। এতে করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে ঢাকা আবাহনীর হয়ে নিবন্ধিত হতে আইনত আর কোনো বাধা নেই।বিষয়টি নিশ্চিত করে সাবেক ফুটবলার ও ঢাকা আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘গতকাল আমরা জামালের আইটিসি (আন্তর্জাতিক ছাড়পত্র) পেয়েছি। এখন তার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করব।’  

বাংলাদেশ দলের অধিনায়কের জন্য ৩ মার্চ ছাড়পত্র চেয়েছিল আবাহনী। সাধারণত সাত কর্ম দিবসের মধ্যে আইটিসির নিষ্পত্তি করতে হয়। সাত দিনের মধ্যে অনলাইন প্লাটফর্মে একটি কারেকশন হওয়ায় আরও সাত দিন সময় বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ১১ দিন পর ছাড়পত্র দিয়েছে।  

জামাল ভূঁইয়ার সঙ্গে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের ক্লাব সোল দা মায়োর সঙ্গে দেড় মৌসুমের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে চলতি বছরের অক্টোবর পর্যন্ত আর্জেন্টিনায় খেলার কথা বাংলাদেশ অধিনায়কের। সেই চুক্তি ছেদ করে বাংলাদেশে এসেছেন জামাল এবং ক্লাবের পাওনা নিয়ে অভিযোগ তুলেছেন। তাই খানিকটা সংশয় ছিল ছাড়পত্র পাওয়া নিয়ে।  

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মধ্যবর্তী দলবদল চলছে। এই সময়ে জামালের পাশাপাশি একজন বিদেশি ফুটবলারকেও নিবন্ধন করাবে আবাহনী। এই প্রসঙ্গে ক্লাবের ম্যানেজার বলেন, ‘অস্ট্রেলিয়ার ডিফেন্সিভ ফুটবলার অ্যারন ইভান আমাদের সাথে রয়েছে। সে গত ইন্ডিয়ান লিগে নর্থ ইস্টের হয়ে খেলেছিল।’
 

একুশে সংবাদ/এস কে

Link copied!