AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ জয়ের সুযোগ দেখছেন পোথাস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০২ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩
সিরিজ জয়ের সুযোগ দেখছেন পোথাস

নিউজিল্যান্ড সফর বেশ স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ দলের জন্য। হবেই বা কেন, দেশটির মাটিতে ইতিহাস বদলেছে টিম টাইগার্স। ৩ দিনের ব্যবধানে ওয়ানডে ও টি-২০ সংস্করণে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

৫০ ওভারের ক্রিকেটে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তাতে কিছুটা হলেও সিরিজ হারের আক্ষেপ ঘুছেচে সফরকারীদের। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তেই বুধবার কিউইদের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই এবার সিরিজ জয়ে চোখ লাল-সবুজের প্রতিনিধিদের।

বৃহস্পতিবার বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। ’

বাংলাদেশ দলের এই সফরের আগে রঙিন পোশাকে অজেয় ছিল নিউজিল্যান্ড। তাইতো সাবধানী বার্তাও ঝরল পোথাসের কন্ঠে, ‘ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল।’

নেপিয়ার এবার দুহাত পূর্ণ করে দিল বাংলাদেশকে। এই শহর থেকে জোড়া জয় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে গেছে বাংলাদেশ। যেখানে সে দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়টি পেয়েছিল টাইগার বাহিনী।

সেখানে শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলতে চাওয়া বাংলাদেশ, আজ ক্রিকেটারদের অনুশীলন সূচি রাখেনি।

পোথাস বলেন, ‘আজ লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরী নয়, বিশ্রাম নেওয়াটা জরুরী। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়।’


একুশে সংবাদ/এস কে 

Link copied!