AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধোনির ৭ নম্বর জার্সির ‘অবসর’


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২৯ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৩
ধোনির ৭ নম্বর জার্সির ‘অবসর’

ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার প্রতি সম্মান জানিয়ে তার আইকনিক জার্সিটি তুলে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড বিশ্বকাপজয়ী অধিনায়কের ৭ নম্বর জার্সিটি আর ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।

গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘তরুণ এবং বর্তমান ভারতীয় দলের খেলোয়াড়দের ধোনির ৭ নম্বর জার্সি বাছাই না করতে বলা হয়েছে। বিসিসিআই ধোনির অবদানের জন্য তার জার্সিটিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একজন নতুন খেলোয়াড় ৭ নম্বর পাবে না। ১০ নম্বর জার্সিটা আগে থেকেই ব্যবহারের তালিকায় নেই।’

এর আগে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সিটিকেও বোর্ড অবসরে পাঠিয়েছিল । আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শুরুতে শার্দূল ঠাকুর অল্প সময়ের জন্য ১০ নম্বর জার্সিটি পরেছিলেন। বিষয়টি ব্যাপক আলোচিত হওয়ার পর ১০ নম্বর জার্সিটি স্থায়ীভাবে তুলে রাখা হয়। এবার তাই ধোনির ৭ নম্বর জার্সির ক্ষেত্রে বিসিসিআই দ্রুত পদক্ষেপ নেয় এবং এটিকে খেলোয়াড়দের নাগালের বাইরে নিয়ে যায়।

বর্তমানে ৬০টির বেশি নম্বর ভারতীয় দলে ব্যবহৃত হচ্ছে। বিসিসিআইয়ের কর্তার ভাষ্য, ‘একজন খেলোয়াড় যদি বছরখানেক ধরেও দলের বাইরে থাকে, আমরা তার নম্বর অন্য কাউকে দেই না। ফলে সম্প্রতি অভিষেক করা কোনো খেলোয়াড়ের জন্য বেছে নেয়ার ক্ষেত্রে প্রকৃতপক্ষে ৩০টির মতো নম্বর অবশিষ্ট আছে ।’
 
একুশে সংবাদ/এস কে  

Link copied!