AB Bank
ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের বোলিং তোপে ৫০ রানে অল আউট শ্রীলংকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৯ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
ভারতের বোলিং তোপে ৫০ রানে অল আউট শ্রীলংকা

চলমান এশিয়া কাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। রোববার (১৭ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের অগ্নিঝরা বোলিংয়ে বীভৎস শুরু পায় লঙ্কানরা। এদিন ভারতের এই পেসার যেন লঙ্কানদের জন্য অতিমানবীয় হয়ে দাঁড়িয়েছিল। সিরাজের ৬ উইকেটে ১৫.২ ওভারে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে তাদের। এশিয়া কাপের অষ্টম শিরোপা জয়ের জন্য ভারতের প্রয়োজন ৫১ রান।

 

মোহাম্মদ সিরাজের ভয়ংকর হয়ে ওঠার দিনে মাত্র ৫০ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। স্বাগতিকরা টিকে ছিল মোটে ১৫.২ ওভার। নিজেদের ইতিহাসে লংকানদের সর্বনিম্ন সংগ্রহ ৪৩ রান।

সিরাজের বোলিং তোপে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা
ঘরের মাঠে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। লংকানদের সুখস্মৃতি ছিল এতটুকুই। কারণ এরপর ভারতের বোলিং তোপে যে আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি তারা।


মাঠের লড়াই শুরুর আগে বাধা হয়ে আসে বৃষ্টি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় থেকে ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়। এমন পিচে ভয়ংকর হয়ে ওঠেন মোহাম্মদ সিরাজ। তার বলের সামনে যেন কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলেন না লংকান ব্যাটাররা।


শুরুটা অবশ্য করেছিলেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই কুশল পেরেরাকে সাজঘরে ফেরান তিনি। পরের গল্পটা শুধুই সিরাজের। একে একে ৬ উইকেট শিকার করেন তিনি।

Mohammed Siraj picked up four wickets in one over, the fourth of the innings, India vs Sri Lanka, Asia Cup final, Colombo, September 17, 2023
নিজের দ্বিতীয় ওভারেই চার উইকেট শিকার করেন সিরাজ। তার বলে একে একে ফেরেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন সানাকা ও কুশল মেন্ডিস।


প্রথম পাঁচ উইকেট শিকার করতে সিরাজ নেন মাত্র ১৬ বল। সপ্তম উইকেটে ২১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও দুনিথ ওয়েল্লালাগে। তবে ১৭ রান করা মেন্ডিসকে বোল্ড করে প্রতিরোধ ভাঙেন সিরাজই।


আক্রমণে এসে শ্রীলংকার অষ্টম উইকেটের পতন ঘটান হার্দিক পান্ডিয়া। ৪০ রানে আট উইকেট হারানো লংকানরা দলীয় অর্ধশতকের দেখা নিয়েই ছিল শঙ্কায়। তবে দুশান হেমন্থার দৃঢ়তায় তা পেরিয়ে যায় তারা।

Mohammed Siraj delivered an over from hell, India vs Sri Lanka, Asia Cup final, Colombo, September 17, 2023
তবে দলীয় সংগ্রহ ৫০-এর বেশি নিতে পারেনি শ্রীলংকা। ১৬তম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট শিকার করে লংকানদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পান্ডিয়া। ঘরের মাঠে এটাই দলটির সর্বনিম্ন সংগ্রহ।


শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন মেন্ডিস। এছাড়া ১৩ রানে অপরাজিত থাকেন হেমন্থা। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দলটির পাঁচজন ব্যাটার পেয়েছেন ডাকের দেখা। সিরাজ ৬, পান্ডিয়া ৩ ও বুমরাহ একটি উইকেট শিকার করেন।
 

একুশে সংবাদ/স ক 

Link copied!