AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাক্তারের শরণাপন্ন ডোনাল্ড


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৩৮ পিএম, ২৩ জুন, ২০২৩

ডাক্তারের শরণাপন্ন ডোনাল্ড

বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সম্প্রতি হাতের সমস্যার কারণে ব্যাক্তিগত চিকিৎসকের কাছে যান তিনি। দক্ষিণ আফ্রিকার এই বোলিং কোচ  আসন্ন সিরিজে তার থাকা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।  

 

মূলত শরীরে ইউরিক এসিডের মাত্রা বেড়ে যাওয়ায় ডান হাতের ব্যথায় ভুগছেন ডোনাল্ড। যার ফলে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু আগে হুট করেই ব্যক্তিগত চিকিৎসকের শরণাপন্ন হতে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর অনেকটাই স্বাভাবিক ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ।


তবে আসন্ন সাদা বলের সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প চলাকালে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাই চলমান এই ক্যাম্পে গতকাল দেখা যায়নি তাকে। তবে পেসারদের সঙ্গে দেখা গেছে ঘরোয়া ক্রিকেটের কোচ তালহা জুবায়েরকে। তাছাড়া এই প্রোটিয়ার অনুপস্থিতিতে পেসারদের দেখাশোনা করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।


জানা গেছে, সিরিজ শুরুর আগেই বাংলাদেশে এসে পৌঁছেবেন ডোনান্ড। সব ঠিক থাকলে চলতি মাসের ৩০ তারিখ ঢাকায় এসে পৌঁছেবেন তিনি। 

একুশে সংবাদ/স ক 

Link copied!