AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ নিশ্চিত করার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১২ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

সিরিজ নিশ্চিত করার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার পর এবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই মাঠে নামবে টাইগাররা। তবে টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে এখনো শঙ্কা কাটেনি দলের ভেতরে।

প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের অযথা উইকেট বিলিয়ে দেওয়ায় সহজ ম্যাচটি কঠিন হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত জয় এলেও ঘাম ঝরাতে হয়েছে লাল-সবুজ বাহিনীকে।

বাংলাদেশ দল: জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহেদী হাসান, তৌহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), দরবেশ রসুলি, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, নূর আহমদ, ফরিদ আহমদ মালিক, মুজিব উর রহমান, ওয়াফিউল্লাহ তারাখিল, বশির আহমদ ও আবদুল্লাহ আহমদজাই।

উল্লেখযোগ্য বিষয় হলো—দুই দল এখন পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে; জয়-পরাজয়ের হিসাবে সমান ৭টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। তাই আজকের ম্যাচ শুধু সিরিজের ফলই নির্ধারণ করবে না, বরং মুখোমুখি সমীকরণেও এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!