শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
আফগান অধিনায়ক রশিদ খান বলেন, “আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। গতকাল ব্যাট হাতে ভালো করতে পারিনি। তবে শেষ দিকে ব্যাট করা সহজ হয়েছিল। প্রতি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই উইকেট না হারানো খুব জরুরি। আমাদের তিনটি পরিবর্তন রয়েছে, মুজিব উর রহমান দলে ফিরেছে।”
বাংলাদেশ অধিনায়ক জাকার আলি বলেন, “আমরা প্রথমে বোলিং করতে চাই। গতকাল ভালো কৌশল কাজ করেছিল, কিছু সাফল্যও পেয়েছিলাম। আজকের ম্যাচের জন্য আমরা প্রস্তুত। দলে দুটি পরিবর্তন এসেছে।”
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, আব্দুল্লাহ আহমাদজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মুজিব উর রহমান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকির আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে বর্তমানে বাংলাদেশ পিছিয়ে আছে। তাই আজকের ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজে সমতায় ফেরার লক্ষ্য থাকবে টাইগারদের।
একুশে সংবাদ/এ.জে