AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় পেল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৯ এএম, ৩ অক্টোবর, ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয়  পেল বাংলাদেশ

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৫১ রান। জবাবে বাংলাদেশ ১৮.৪ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের হয়ে শেষদিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নুরুল হাসান সোহান (২৩* বলে ১৩) ও রিশাদ হোসেন (১৪* বলে ৯)। শেষ উইকেট জুটিতে তারা যোগ করেন ৩৫ রান, যা দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

এর আগে ওপেনিং জুটিতে ঝড়ো সূচনা পায় বাংলাদেশ। তবে মাঝের ওভারে হঠাৎ করেই ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। তবে নুরুল ও রিশাদের শান্ত ব্যাটিংয়ে হাসি ফোটে বাংলাদেশের সমর্থকদের মুখে।

শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।বাংলাদেশের দারুণ জয় শারজাহতে

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৫১ রান। জবাবে বাংলাদেশ ১৮.৪ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের হয়ে শেষদিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নুরুল হাসান সোহান (২৩* বলে ১৩) ও রিশাদ হোসেন (১৪* বলে ৯)। শেষ উইকেট জুটিতে তারা যোগ করেন ৩৫ রান, যা দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

এর আগে ওপেনিং জুটিতে ঝড়ো সূচনা পায় বাংলাদেশ। তবে মাঝের ওভারে হঠাৎ করেই ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। তবে নুরুল ও রিশাদের শান্ত ব্যাটিংয়ে হাসি ফোটে বাংলাদেশের সমর্থকদের মুখে।

শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!