AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈশ্বরগঞ্জে ৮ গরু চুরি, এক চোরের জবানবন্দিতে আরও দুইজন গ্রেপ্তার


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
১২:৪৯ পিএম, ৪ অক্টোবর, ২০২৫

ঈশ্বরগঞ্জে ৮ গরু চুরি, এক চোরের জবানবন্দিতে আরও দুইজন গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু চুরির মামলায় বিশেষ অভিযান চালিয়ে আলী আকবর (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামে অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের প্রয়াত আছর উদ্দিনের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আলী আকবরের জবানবন্দির ভিত্তিতে পরে উপজেলার উচাখিলা ইউনিয়ন থেকে এক চোর এবং ময়মনসিংহ সদরের নিলক্ষীয়া ইউনিয়ন থেকে আরেক চোরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ নিয়ে গরু চুরির মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। তবে তদন্তের স্বার্থে বাকি দুই আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।

গত বুধবার রাতে ঈশ্বরগঞ্জ পৌরসভার চরনিখলা গ্রামে অবস্থিত আবদিয়া এগ্রো ফার্ম থেকে ৮টি গরু চুরি হয়। পরদিন খামারের মালিক মো. আরিফ হোসেন সায়মন (৩৭) থানায় মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “গরু চুরির মামলায় এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার রহস্য উদঘাটন ও চুরি যাওয়া গরু উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!