AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের আগেই পুরস্কারের টাকা বুঝে পেলেন সাবিনারা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৪৩ পিএম, ১৩ এপ্রিল, ২০২৩

ঈদের আগেই পুরস্কারের টাকা বুঝে পেলেন সাবিনারা

সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর স্ত্রী এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম সাবিনাদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার টাকা আজ (১৩ এপ্রিল) বুঝে পেয়েছেন সাবিনারা। বাফুফে ভবনে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ঘোষণাকৃত অর্থ হস্তান্তর করেন সালাম মুর্শেদী। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে ও এনভয় গ্রুপের পরিচালক ইশমাম সালাম। 

দেরিতে হলেও ঈদের আগে টাকা পেয়ে বেশ খুশি সাফজয়ী মেয়েরা। এ বিষয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘কিছুটা বিলম্ব হলেও ঈদের আগে পুরস্কারের অর্থ পেয়ে ভালোই লাগছে। এতে ভালো কাটবে সবার ঈদ। স্যারকে (সালাম মুর্শেদী) ও এনভয় গ্রুপকে ধন্যবাদ।’

 

কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ছয় মাস পেরিয়ে গেলও পুরস্কার অর্থ বুঝে পাননি মেয়েরা। যা নিয়ে কম সমালোচনা হয়নি। শিরোপা জেতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের ঘোষণা করা ৫০ লাখ টাকা করে ঘোষণা দিয়েছিলেন।

 

এদিকে টাকার অভাবে মিয়ানমারে অলিম্পিক বাছাইপর্বে অংশ নিতে পারেনি গোলাম রব্বানি ছোটনের দল। সেই কথা সামনে আসার পর কয়েকদিন আগে বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং বিসিবি মেয়েদের পুরস্কারের অর্থ বুঝিয়ে দেয়। এর মধ্যে বিসিবি ঘোষণার চেয়েও এক লাখ টাকা বেশি অর্থাৎ ৫১ লাখ টাকা দিয়েছে।

 

তবে কেবল বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর ঘোষিত ৫০ লাখ টাকা পে অর্ডারের কারণে দেওয়া বাকি ছিল। সেই টাকাও বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সাবিনারা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় সালাম মুর্শেদী উপস্থিত থেকে সাফজয়ী নারী ফুটবলারদের হাতে অর্থের চেক তুলে দেবেন। এ সময় বাফুফের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

একুশে সংবাদ.কম/ডে বা/সম            

Link copied!