AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভক্তদের ধন্যবাদ জানালেন কন্টে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩৩ পিএম, ২৮ মার্চ, ২০২৩

ভক্তদের ধন্যবাদ জানালেন কন্টে

টটেনহ্যাম হটস্পার্স থেকে বিদায় নেয়ার পর ‘সহানুভুতি’ প্রকাশকারী প্রিমিয়ার লিগের ক্লাবের ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কোচ এন্টনিও কন্টে। দীর্ঘ ১৬ মাস উত্তর লন্ডনের ক্লাবটির কোচের দায়িত্ব পালনের পর গত রোববার পারস্পরিক সমঝোতার মাধ্যমে দায়িত্ব ছাড়েন ইতালীয় ওই কোচ।    

 

গত ১৮ মার্চ সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থাকার পরও ৩-৩ গোলে স্পার্সরা ড্র করায় ম্যাচ পরবর্তি সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ‘দল চাপে খেলতে ব্যর্থ’ এবং খেলোয়াড়দের ‘স্বার্থপর’ উল্লেখ করেন কন্টে। এরই ধারাবাহিকতায় চাকুরিচ্যুত হন কন্টে।

 

সোমবার নিজের ইনস্টিগ্রাম পোস্টে ৫৩ বছর বয়সি কন্টে বলেছেন,‘ ফুটবল আবেগের খেলা। আমার এই আবেগের প্রতি একাত্মতা এবং সহানুভুতি প্রকাশ করা স্পার্স ভক্তদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি।

 

কন্টে বলেন,‘ আমি সেই সব বক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা সারাক্ষন আমার প্রশংসা করেছেন এবং সমর্থন জানিয়েছেন। আমার নাম ধরে সমস্বরে গান গাওয়ার ঘটনাটি আমার কাছে অবিস্মরনীয় হয়ে থাকবে।’

 

২০২১ সালের নভেম্বরে কোচের দায়িত্ব নেয়া কন্টের পরিবর্তে চলতি মৌসুমের শেষ  পর্যন্ত ক্লাবটির দায়িত্ব পালন করবেন তার সহকারী ক্রিস্টিয়ান স্টেলিনি।

 

একুশে সংবাদ/সম

 

Link copied!