মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৮টি ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়।
শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় শিবচর জামায়াতে ইসলামীর আয়োজন উপজেলার আল-বাইতুল মামুর সিনিয়র মাদ্রাসা এন্ড বি এম কলেজের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সারোয়ার হোসাইন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের সহকারী মো: দেলোয়ার হোসেন।
এসময় বক্তারা বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার পেশিশক্তি দ্বারা তাদের প্রার্থীদের বিজয়ী করেছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশিশক্তি দ্বারা নির্বাচন পছন্দ করে না। ভোটকেন্দ্রে এজেন্ট না থাকলে অন্যরা ভোট নিয়ে চলে যাবে, তাই আপনাদের সচেতন হতে হবে। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সদা সর্বদা সজাগ থাকবেন। যেকোনো পরিস্থিতিতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা তদারকী মাওলানা খলিলুর রহমান, অঞ্চল টিম সদস্য জনাব শামসুল ইসলাম বরাটি ও মাওলানা আব্দুস সুবাহান খান, মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেছুর রহমান, জেলা নায়েবে আমির হাফেজ মাওলানা এনায়েত হোসেন, শিবচর পৌরসভার সভাপতি বেলায়েত হোসেন ।
কর্মশালায় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পর্যায়ের নেতাকর্মী ও ভোট কেন্দ্রের কমিটি প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন। সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: মোঃ শফিকুর রহমান-এর সুস্থতা কামনা করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে
