AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাজেট নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে ব্যয় অবশ্যই বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে।”
স্পর্শকাতর কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যার বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অর্থ উপদেষ্টা বলেন, “বাজেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে নির্বাচনের জন্য যে ব্যয় নির্ধারণ করা হয়েছিল, গণভোট যুক্ত হওয়ায় এবং প্রবাসী ভোটের ব্যবস্থা করার কারণে সেই বাজেট বাড়বে।”

দুই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে ‘কঠিন’ উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিকভাবে বহু দেশ একদিনেই নির্বাচন ও গণভোট পরিচালনা করে থাকে; বাংলাদেশেও সেই মডেল অনুসরণ করা যেতে পারে।

এছাড়া সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!