ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে ঘিরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে কমিশন ভবনের সামনের সড়কে চলাচল সীমিত করা হয়। ভবনের সামনে লোহার ব্যারিকেড বসিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধান সড়ক থেকেই কমিশন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই শুধু অনুমতি মিলছে ভবনে ঢোকার।
আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি গণমাধ্যমে সম্প্রচার করা হবে তফসিল ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল পাঠ করবেন।
ঘোষণার মাধ্যমে জানা যাবে—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের তারিখ, মনোনয়ন ফর্ম উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সীমা,প্রার্থীদের জন্য আচরণবিধি এবং ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

