AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বিএনপি সমর্থিত ১১ ও জামায়াতের ৭ প্রার্থী বিজয়ী

মৌলভীবাজারে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত



মৌলভীবাজারে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি- বার্ষিক নির্বাচন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চেম্বার কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক ব্যবসায়ীর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। 

ফলাফল ঘোষণা করেন-মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর দায়িত্বপ্রাপ্ত  প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন খান।

ফল ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় চেম্বারের প্রেসিডেন্ট সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রিপন এবং প্রধান নির্বাচন কমিশনার মো. অলিউর রহমান নির্বাচনকে উৎসবমুখর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হিসেবে উল্লেখ করেন।

নির্বাচনে অর্ডিনারি সদস্য পদে-বিএনপি সমর্থিত ৭ ও  জামায়াত সমর্থিত ৫জন নির্বাচিত হন।  এছাড়া এসোসিয়েট সদস পদে বিএনপি সমর্থিত ৪ ও জামায়াত সমর্থিত ২ জন  নির্বাচিত হন।

অর্ডিনারী পদে নির্বাচিতরা হলেন- ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন (১ম)  জামায়াত,হাসান আহমেদ জাবেদ (২য়) বিএনপি,  সৈয়দ মহি উদ্দীন আহমদ  শাহীন (৩য়) জামায়াত,মো. আব্দুল মুকিত (৪র্থ),আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ (৫ম) জামায়াত, সাইফুল ইসলাম টুটুল(৬ষ্ট) বিএনপি, এমদাদুল হক এমাদ(৭ম) বিএনপি, হাফেজ আহমদ মাহফুজ (৮ম) বিএনপি,  আবু নোমান মুয়িন (৯ম)  জামায়াত,হানিফ মোহাম্মদ খান নিয়াজ(১০ম) বিএনপি, আবুল কালাম বেলাল (১১তম) বিএনপি ও জহিরুল ইসলাম জাকির (১২তম) বিএনপি। 

এসোসিয়েট সদস্য পদে ৬ জনের মধ্যে বিএনপি সমর্থিত ৪ ও জামায়াত সমর্থিত ২ জন  নির্বাচিত হন। তারা হলেন-মো. রুবেল মিয়া (১ম)  বিএনপি,মির্জা সোহেল বেগ (২য়)  বিএনপি,  দেলোয়ার হোসেন (৩য়) বিএনপি, সৈয়দ সালমান আহমেদ জুমান (৪র্থ)  বিএনপি, আলকাছর উর রহমান (৫ম)  জামায়াত ও মোক্তাদির হোসেন (৬ষ্ঠ)  জামায়াত।

ফল ঘোষণার আগে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রিপন সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে তাঁর বক্তৃতায় বলেন- "আমরা চেষ্টা করেছি আমাদের কথা রাখতে। আজকে আপনারাই আপনাদের নেতৃত্ব নির্বাচিত করেছেন। এটাই আমরা চেয়েছিলাম। এটা আমরা ওয়াদা করেছিলাম। এটাই আমাদের মৌলভীবাজারের সংস্কৃতি।  আমরা যা বলি যা বিশ্বাস করি তা আমরা পালন করি। আজকের যে নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। যারা দায়িত্বপ্রাপ্ত। আমি বলতে চাই না কেউ পরাজিত হয়েছেন। আমরা বলতে চাই সবাই বিজয়ী হয়েছেন। আমরা অতীতে দেখেছি ভাগবাটোয়ারার মাধ্যমে এই চেম্বারের নির্বাচন হতো।  কিন্তু পট পরিবর্তনের পরে আমরা কথা দিয়েছিলাম গনতান্ত্রিক প্রক্রিয়া ব্যালটের মাধ্যমে  নিরপেক্ষ ভোট হবে।  সকল ব্যবসায়িদের উৎসবমুখর পরিবেশে তাই হয়েছে। ব্যবসায়ীদের কদর সম্মান বেড়েছে।  আগে সেই সম্মান টুকু পেতো না"। 

চেম্বার সভাপতি সৈয়দ মুজাম্মেল আলী শরীফ বলেন- আজকে উৎসবের আমেজে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা যখন গত ৫ আগস্টের পর দায়িত্ব নেই। তখন এজিএমে কথা দিয়েছিলাম আমরা নির্বাচন দিব। আমরা আমাদের কথা রেখেছি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন"।  

প্রধান নির্বাচন কমিশনার অলিউর রহমান বলেন- "আপনারা গত তিনমাস যাবত ভোটারদের কাছে গিয়েছেন। এবং আমাদের পক্ষ থেকে যতটুকু স্বচ্ছতা রাখা যায় সেই স্বচ্ছতার ব্যবস্থা করেছি। যদিও আপনারা জানেন আমি  একটি রাজনৈতিক দলের। তারপরেও এখানে যারা নির্বাচন করেছেন তারা সকলে আমার ওপর আস্থা রেখেছেন। তাদের আস্থা এবং ভালোবাসা আমি শেষ পর্যন্ত নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। সব কিছু উপেক্ষা করে আমি  নির্বাচন যাতে স্বচ্ছ হয় সেই ব্যবস্থা করেছি। আমার মনে হয় এবারের চেম্বারের নির্বাচন যেভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ভবিষ্যতের জন্য তা সঠিক পথ দেখাবে"।

এর আগে চেম্বার অফ কমার্সের নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. তৌহিদুর রহমান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী,সেক্রেটারি মো.ইয়ামীর আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!