কম্বোডিয়ার সীমান্তে এক সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিয়েছেন। দেশটিতে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশিত রাজকীয় ডিক্রিতে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তার সংখ্যালঘু সরকার তিন মাস ধরে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই পরিস্থিতির সমাধান হিসেবে সংসদ ভেঙে দেওয়াই সবচেয়ে উপযুক্ত পথ। তিনি বলেছেন, এটি জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি উপায়।
ব্যবসায়ী থেকে রাজনীতিতে আগত আনুতিন ২০২৩ সালের আগস্টে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেপ্টেম্বর মাসে ক্ষমতায় আসার পর তিনি জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

