বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের জাতীয়তাবাদী ব্যাংকারদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর সহসভাপতি নির্বাচিত হয়েছেন মুকসুদপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সিটি ব্যাংক লিমিটেডের অ্যাসোসিয়েট ম্যানেজার মোঃ ওহিদুল ইসলাম।
সম্প্রতি ঘোষিত ১৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুল ইসলাম মাসুম সভাপতি, এসবিএসি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোঃ মিরাজ উদ্দীন চৌধুরী সাধারণ সম্পাদক এবং সিটি ব্যাংকের অ্যাসোসিয়েট ম্যানেজার মোঃ ওহিদুল ইসলাম সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ওহিদুল ইসলামের এই নির্বাচনে মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন জানান উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক শরিফুল রোমান শুভেচ্ছা জানিয়েছেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় জেবিএবি’র সহসভাপতি মোঃ ওহিদুল ইসলাম বলেন, “আর্থিক খাতের অনিয়ম, অর্থপাচার ও দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে সাধারণ মানুষ ও ব্যাংকিং খাতের মধ্যে সেতুবন্ধন হিসেবেই কাজ করবে জেবিএবি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

