AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি


Ekushey Sangbad
নলছিটি উপজেলা, ঝালকাঠি প্রতিনিধি
১১:৪৩ এএম, ১৩ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল এলাকায় অবস্থিত ওই বাড়িতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে কেউ উপস্থিত না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তবে চুরিতে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাতায়াতের সময় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরপরই পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। সেই সুযোগেই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!