জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ করা হয়েছে।
এই নাম পরিবর্তনের তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুসফিক উস সালেহীন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে তিনি নিজের ফেসবুক আইডি থেকে ‘আমরাই জাহাঙ্গীরনগর’ গ্রুপে একটি পোস্টে এই অভিযোগ করেন। মুসফিক বলেন, “শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না। এটি অকারণে রাজনৈতিক বিভাজন বাড়াবে। ইতিহাস থেকে তাকে সরানো সম্ভব নয়।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি শেখ মুজিবকে দেবতা বানানোর পক্ষে নই, আবার অস্বীকার করার পক্ষেও নই। স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্বকে মুছে ফেলা যাবে না। দেশের বড় অংশের মানুষ, এমনকি যারা আওয়ামী লীগ পছন্দ করেন না, তারাও তাকে শ্রদ্ধা করে।”
পোস্টের কমেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র জিয়াউল হক লিখেছেন, ‘মুজিব পুজা ভাঙার পর আসল মুজিব চেতনা সামনে আসছে।’
একই সময়ে এনসিপির এক পলিটিক্যাল কাউন্সিল সদস্য নাম প্রকাশ না করে বলেন, “মুশফিকের আচরণ শুরু থেকেই সন্দেহজনক ছিল। দলের অনেকেই মনে করছেন, তিনি ইদানিং এনসিপিতে আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে কাজ করছেন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

