বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত রায়কে ‘নোট’ করার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানায়, বিষয়টি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে নির্বাসনে থাকা শেখ হাসিনার প্রসঙ্গেও ভারতের দৃষ্টি রয়েছে এবং দেশটি “বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ”—বিশেষ করে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও অন্তর্ভুক্তির প্রশ্নে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই লক্ষ্য অর্জনে ভারত সবসময় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

